আমরা ঘুমায়ে আছি
অনন্ত লোকের কোলে
চিরশান্তিতে ।
তোমরা কেনজে আসো
লোক দেখাতে,
এসনা ঘুম ভাঙ্গাতে ।
বনের ফুলের কি দাম বল,
ভালবাশা যদি দিলে না ।
শ্রদ্ধার-ফুল না দিয়ে,
নায়নপাতে অশ্রু-ফুলে
একটু ভালোবাসা
যদি পারো ডিও,
নাহলে এসনা ।
ছোট ছোট হ্রিদয়ের
সারল ভালবাসা
মায়েদের চখের জল
তছনছ করেছ যারা
তোমরা এসো না ।
সব চেয়ে বড় ফুলেরতোড়া
হাতে নিয়ে,
আকাশ বিদারি শ্লোগান দিয়ে
যারা আসো প্রতিযোগিটার বসে
তোমরা এসনা ।
আমরা শুনি, বলতে পারিনা
দুঃখ পাই, কঁদতে পারিনা
বুকের মাঝে দীর্ঘশ্বাস
গুম্‌রিয়া মরে
মোদের কাঁদাতে
তোমরা এস না ।
আল-বদর, রাজাকার,
যাদের লাগি হাহাকার
শ্রদ্ধা জানাতে সচ্ছার
ফুলেফুলে একাকার
মদের কাঁদাতে বারবার
তোমরা এসোনা,
এসোও না, এসোওওও না ।।