আপনি কাঁদিলে, ভাষারে কাঁদালে,
কাঁদালে বিশ্ববাসি,
তোমার কাঁদনে বৃক্ষ কাঁদিল ,  
পত্র পড়িল খসি ।
তোমার কাঁদনে নয়ন ভাসালে,
ভাসালে গণ্ড দুটি ,
বক্ষ ভাসালে, পল্লী ভাসালে,
ভাসিল বিশ্ব জুটি ।
তুমি যে আঁকিলে, কালির আখরে ,
মূকের রুদ্ধ ভাষা,
পল্লিমায়ের বেদনার ঘরে,
তুমি যে জোগালে আশা ।
তুমি যে জাগালে পল্লীমায়ের
ছিন্ন প্রাণের কথা ,
তুমি যে জাগালে মনের মাঝারে
সুপ্ত থাকা ব্যাথা ।  
সকলের ব্যাথায় তুমি যে কাঁদিলে ,
সম বেদনায় ভাসি,
তুমি যে কাঁদিলে গেঁওদের সাথে ,
কবর প্রান্তে বসি ।
প্রেমিকের দুঃখ, প্রেমের আঁখরে
ভষায় বাঁধিলে তুমি,
প্রেমিকার বুকের সঞ্চিত ব্যাথারে
হালকা করিলে তুমি ।
আমার সাধের, আমার প্রাণের,
আমার পল্লী কবি ,
তোমার কাঁদনে কাঁদাও বলে ,
তুমি যে পল্লী কবি ।।