*ময়মনসিংহ রিট্রিট ও মুক্তাগাছা রাজবারি দর্শন*


রিট্রিট সব ঠিক দুই হাজার দুয়ে,
ময়মনসিংহ যাব কারিতাস ভবনে  
গাড়ি ধায় শালবন পেড়িয়ে  
চার/দশ/’০২ য়ে তাই ময়মনসিং হই ।
‘মাইমেনসিং’ এলে, কেউ গান গেল না ,
কারিতাসে থাকা খাওয়ায়
কোন ত্রুটি হ’ল না ।


রিট্রিট শেষ, রাজবাড়ি দরশন,  
মুক্তাগাছা রাজবাড়ি,
ভাঙ্গা বাড়ি জমিদারী ,
দাপটের স্বাক্ষর, বেদনার হাহাকার,
ইতিহাস অক্ষর ।
বড় যায়, ছোট আসে,                                                                                                                    
ঘুরে ফিরে বার বার,
হীন আমি বুঝিনা, কৌশল স্রষ্টার।
মুক্তাহারা মুক্তাগাছা, মান্ডা খেয়ে ঠান্ডা,
গাড়ি ছোটে, গান ফোটে,
গণ্ডাডায় গণ্ডা ।


সন্ধ্যা নেমে এলো,
কাশের হাসি হারিয়ে গেল,
কাশি ধ্বনি ছাড়া,
কত কি যে হারিয়ে যাবে,
এমনি  তরই ধারা ।


রিট্রিট শেষ হ’লে, গুছগাছ সারা,
এম সিং গুড বাই,
বিদায়ের পালা ।।