হেঁসে ওঠো ঝিলমিল সুন্দরী বিজলি
সুন্দরী মেঘপ্রিয়া আঁখি দুটি স্বজলি ।
মেঘদেব রাগ কোরে, যেই করে কালমুখ,
কৌতুকে তুমি হাস, যেন মণে কতো সুখ ।
রাগ কোরে তাই জোড়ে, যেই তোমা বকা দেয়,
ঝরঝর বারিধারা মহীতলে ঝোড়ে যায় ।
উকি মার ঝুঁকি মার মেঘ বৃষটির আড়ালে,
কি গহনা, মেঘ দেব, তবো অঙ্গে পরালে,
কি গহনা গলে, হাতে কি গো কাঁচ চুড়ী,
কি গহনা কানে, নাকে কি গো ফুরফুড়ী ।
চূলে আসমানি ফিতা, এলোকেশ খুলোনা,
গূড়গূড় নূপুর বাজে কহু অঙ্গে ভিজা বষনা।    
কোথা থাকো, কোথা যাও, কোন দেশে ঘর,
একা থাক আকাশে, নাই কনো ভয়ডর ।
মেঘের সাথে ভাব কি তোমার আমায় খুলে বলনা,
মাঝে মাঝে কোথা পাও, নানা রকম ছলনা ।
বরষায় মেঘে থাক তাতো নয় অজানা,
মেঘ শেষে জবে কোথা, তাতো বলা মানানা ।
---------------