লোকে বলে না করে পাঠ
লেখালেখির করেছি লাট
লেখক হলাম কবে,
আমি বলি লেখক তো নই
পারি না তো তাই পরে রই
গড়তে এলাম সবে।
লিখতে আমার ভাল্লাগে তাই
তাই তো বসে সব লিখে যাই
তাই তো কিছুই হয় না,
অনেক লোকে পড়েন তবে
আমি লেখক হলাম কবে
এমন তো আবার কয় না।
লিখতে আমি শিখতে যে চাই
তাই তো পড়ি যা যেবা পাই
কম বেশি তাই পড়ি,
আমি তেমন নাই বা জানি
তোমরা জানো তাও তো মানি
কিছু কাব্য গড়ি।
আমি লিখলে দোষ কেন ভাই?
তোমারা জানো সব অনেক তাই
আমার দোষ ধরো,
না ধরে দোষ শিখাও তবে
ছোট্ট মানুষ লেখক হবে
যদি দয়া করো।