। ষোলোই ডিসেম্বর।


বাংলাকে ভালোবেসে রক্ততে স্বাধীনতা নিয়ে এলো যারা,
এসো আজকের দিন সে শহীদ স্মরণে কাটাই।
কান পাতো; শুনতে কি পাও কেউ গটমট ওই যায় বুটের আওয়াজ?
ঘরে ঘরে খানসেনা করছে জবাই।
মরছেন কবি ও লেখক, বিজ্ঞানী চিন্তাবিদ জ্ঞানীগুণীজন,
দোষ শুধু বাংলার স্বাধীনতা চাওয়া।
কান্না কি শোনো কেউ? ওই হোলো আরেকটা গণধর্ষণ,
শব জমে চারধারে বিষাক্ত হাওয়া।
চারদিকে ত্রাস শুধু, রাষ্ট্রের মদতে নিরস্ত্র জনতার ওপরে চলে অবারিত খানতাণ্ডব,
দেখতে পাচ্ছো ওই ধানজমি , ওই মাঠ কেমন কালচে লাল হয়ে আছে?
নতজানু হও ওই আলধারে আজ,
ওখানেই শুয়ে ছিলো সারি দিয়ে শহীদের শব।
ডিসেম্বর ষোলো,ঈদ মহাষ্টমীর থেকে কম পবিত্র নয়।
বাংলা ভাষা ও বাংলার জমি, বাঙালী ছিনিয়ে নিয়েছিলো অবশেষে,
এসো আজ স্মরণে আনি প্রতি ঘরে সেই সব প্রাণ,
যাঁদের বলিদানে বাংলা ভাষার নদী অবাধে বইতে পারে আজও বাংলাদেশে।


আর্যতীর্থ