।ইভনিং ওয়াক।


বিকেলের রোদ পিঠে মেখে হেঁটে যাবো শহরের পথে,
সখের সে চারাগাছ স্বপ্নের সার পেয়ে ক্রমে মহীরুহ,
একা নয়, এ হাত বাড়িয়ে দেবো আলগোছে ধরতে ও হাত
যদিও ভাবাটা সোজা, স্বাভাবিক ভীরুতায় কাজটি দুরুহ।


প্রেম সাবালক হলে প্রথম প্রেমের মতো লজ্জারা ফেরে
কি হবে দেখলে লোকে এই বয়েসেও এরা হাত ধরে হাঁটে?
ছোঁয়াছুঁয়ি খেলা সেরে সংসারে ঢুকে গেছে শিকড়বাকড়,
সহজাত চুম্বন কবেই গিয়েছে ঢেকে রুটিনের কঠিন মলাটে।


শীতের বিকেলবেলা মিঠে রোদ ঝুঁকে পড়ে আর্জি জানালো,
বহুদিন দেখেনি সে এসময়ে দুজনকে হেঁটে যেতে হাতে হাত রেখে
এবারে চাইছে হোক সেই অঘটন, আলোছায়া খেলা হোক চুলের বেণীতে,
কিছু কানাকানি হোক, পিঠপিছে চোখ টিপে ঠাট্টাতামাশা হোক আমাদের দেখে।


ঘরোয়া নানান কথা মাছিদের মতো উড়ে রুটিনের খোপে এসে বসে,
আজকে বলবো তাকে হাত ধরে হাঁটি চলো ভর করে প্রবল সাহসে।


আর্যতীর্থ