।মেঘদূত।


মনকেমনের বৃষ্টি এলো হঠাৎ করে শহর জুড়ে,
উপায় তো নেই ও হাত ছোঁয়ার, আঙুলগুলি বড্ড দূরে।
ও এস এম এস, মেঘদূত হ, যা উড়ে তার মুঠোফোনে,
বল গিয়ে তার যক্ষ আছে আপিসকাজের নির্বাসনে।


বৃষ্টি এমন হতচ্ছাড়ি ঝমঝমিয়ে আমায় ডাকে
এমন দিনে ফাইলে কি আর কোনো ব্যাটার সে মন থাকে?
বৃষ্টিফোটার  অহেতুকই শার্সিকাঁচে আঁকিবুকি,
এমন সময় ক্লায়েন্ট মিটিং? মাফ করবেন, দারুণ ঝুঁকি।


সামনে আমার স্ক্রিন রয়েছে, সংখ্যা দেখায় হিজিবিজি,
ইচ্ছে করে হিসেব ছুঁড়ে, তোমার সাথে বৃষ্টি ভিজি।
জমাট স্মৃতি গলছে হঠাৎ অসময়ের বৃষ্টিপাতে,
আমরা দুজন ভিজছি যখন এই শহরেই বিনছাতাতে।


মেঘ রেখেছে  ভিড় জমিয়ে আকাশটাকে দখল করে
সন্ধে নামায় গায়ের জোরে নিতান্ত এক দ্বিপ্রহরে।
স্মৃতি ঘোরে আনাচকানাচ ফাইলগুলির দুপাশ ঘেঁষে
মেঘদূতকে পাঠিয়ে দিলাম এস এম এসের ছদ্মবেশে।


আর্যতীর্থ