।নীরব।


ছন্দে লিখে দ্বন্দ্বে থাকি, পড়বে কি?
তুমি ছোঁয়ার আগেই এ ফুল ঝরবে কি?
ব্যথা যখন মূর্ছনা দেয় নেপথ্যে
শব্দ লিখি,দেখবে তুমি,  সে শর্তে,
সামনে বসে গাঢ় তোমার চোখ দেখে,
শব্দরা সব গায়ে ঘেঁষে সুখ মেখে
সে সব সময় অন্যরকম পদ্য হয়,
মশাল জ্বেলে শব্দ করে দিগবিজয়
কিন্তু যদি তোমার চোখে না পড়ে
শব্দ তবে সন্ন্যাসী হয় ভেক ধরে।


এসব কথা কেমনে বলি সম্মুখে,
তোমার নামে জলসা বসে এই বুকে
 সামনে এলেই মুখে কুলুপ, চুপ থাকি
শব্দ তখন আড়ষ্ট হয়, দেয় ফাঁকি
যখন তোমায় এমনি ভাবি, একান্তে,
শব্দ তখন পদ্যদেশের সীমান্তে
তোমায় নিয়ে রোজই লিখি শব্দকে
আশায় থাকি চিনবে আমার ছদ্মকে
সামনে বসে বলি বটে চুপকথা
পদ্যে কিন্তু তোমার সাথে খুব কথা।
 
তোমার কথা বলি আমার পদ্যকে
শুনবে কবে নীরবতার শব্দকে?


আর্যতীর্থ