। দূরের বান্ধবীকে।


তোমার সাথে গল্পগাছার অল্প এখন সময় মেলে
তোমারও কাজ, আমারও কাজ, ঘর আর বার দুই রাক্ষস,
হাঁ করে রোজ গোগ্রাসে সব সময় গেলে।
মধ্যে কিছু চলতি কথা, আবহাওয়াদের ধরনধারন,
সিঁদুরে মেঘ, স্টার আনন্দ, টুকিটাকি প্রাত্যহিকি,
সঙ্গে থাকলে আড্ডামাঝে যে সব খবর আসতো ঠিকই,
কিন্তু আবার ভেসেও যেতো দমকা হাওয়ায় কুটোর মতন,
ঘন্টাখানেক সঙ্গে কুমন যেমন ছড়ায় চটপটা সব উটকো খবর বেনোজলের।
যাই বলো না, তোমার চোখের ঝিলিক পেলে এসব খবর নস্যি লাগে,
অন্য দিকে চোখ গেলে যে  আগুন জ্বলে ত্রিনয়নের দস্যি রাগে,
সেই আগুনে পুড়তে কি সুখ ভুক্তভোগীই কেবল জানে।
সত্যি বলছি সেই পোড়াটা মিস করি খুব।
মিস করি খুব চায়ের কাপে তুফান তোলা, ভ্রুভঙ্গিমায় তুচ্ছ করা আমার যতেক দাবিদাওয়া,
তুমুল প্রেমের বেহাল স্রোতে কোনোক্রমে বৈঠা বাওয়া, মিস করি সব।
এখন ফোনের বাক্যালাপে ভেদ থাকেনা মুখরা আর অন্তরাতে
একই বেহাগ বাজছে শমে নিয়মমাফিক মুর্ছনাতে,
বাকি যে সব  রাগরাগিণী বাজতো তোমার চোখের তারায় বাক্য বিনা,
গল্পগাছার সেই লয় তাল কেন বলো আমরা দুজন আর খুঁজিনা?


আর্যতীর্থ