।  কবিকে।


অনেক বয়েস হলো, এখনো কলমে এত ধার?
সবাই বলছে আলো, কেন তুমি লেখো অন্ধকার?


স্রোতের বিপরীতে সাঁতরানো নয় মোটে স্বাস্থ্যসম্মত,
লকলকে ফণা তুলে হাজার সাপের দল ছোবোলোদ্যত


যেচে কেন বিষ ঘাঁটো, ত্রিশূল বা চাঁদে দাও হাত,
দৈনিক প্রাণ নেয় ধার্মিক শাঁখের করাত।


ধর্ষণ খুন ইত্যাদি হুমকি তো চলে রোজ রোজই
তাই বলে প্রতিবাদ? কবি মানে সক্কলে বোঝে তৃণভোজী।


বলবার স্বাধীনতা এই  দেশে আছে বটে ঠিক,
ধর্মের হোতা যদি হও কিংবা নেতা কোনো রাজনৈতিক।


বাকি সব? চেপে যাও, নিরুচ্চার কথা রাখো বুকে
নতুবা ঝপ করে এফ আই আর দেবে কেউ ঠুকে।


হোক নামজাদা কবি অথবা ই মেল করা কোনো অধ্যাপক,
কলমের প্রতিবাদে ধর্ম ও রাজনীতি লাল করে চোখ।


এত ঠেকে ঠেকে তবু হে কবি, শেখোনি,
আজও প্রতিবাদ করে তোমার লেখনি।


শুধু এক বিচারেই করে দিও ওদেরকে মাপ
না বুঝুক, তবু তো পড়েছে ' অভিশাপ'।


আর্যতীর্থ