। পাদুকা।


প্রভাবটা নয় ফেলনা মোটে, নেতার পায়ের চটির,
দু ঘা না হয় মেরেই দিলেন তর সয়নি আর,
আহা উনিই দাতা আম আদমির কাপড়া মকান রোটির
মাঝে মাঝে জুতো দিয়ে মারুননা সরকার !


প্রভু যাবেন বিজনেস ক্লাস সঙ্গে যাবে কে?
যে খুশী যাক আমআদমি না গেলে দিলখুশ,
মেজাজ খারাপ হলো প্রভুর ইকনমি দেখে,
আশেপাশে মাছি মশা, ছি ছি, হুশ হুশ!


এদেশটা তো সব নেতাদের সাতপুরুষের তালুক
উড়ানমাঝে সে সারসত্য ভুললে হবে নাকি?
আমরা হলাম পোকামাকড় ওনারা বাঘ ভালুক
আবার জুতো মারুন প্রভু গাল এগিয়ে রাখি।


নিশ্চয়ই কাল হন্তদন্ত তদন্ত খুব হবে,
প্রমাণ হবে জুতোখেকো ওই লোকটার দোষ
হুজুর যদি জুতো মারেন প্রজার অনুভবে
তাতে কেন আমজনতার খামোখা আক্রোশ?


কিংবা সে লোক মিডিয়াতে বলবে করজোড়ে,
খেলাচ্ছলে হুজুর তাকে দিয়েছিলেন ঠোনা,
গপ্পোগরু যাবেন গাছের মগডালেতে চড়ে,
প্রভু বলবেন করলে অমন আর আমি খেলবো না।


নির্বাচিত নেতাই প্রভু, আমরা ক্রীতদাস,
এ সত্যটা জলদি বোঝো, ওহে সেলুকাস।


আর্যতীর্থ