। দাবদাহে।


চিড়বিড়ানো জ্বলছি তাপে, কোথায় গেলো বসন্ত?
শ্রান্ত দেহে খুঁজছি ছায়া, ঘর্মে ভেজে বসন তো।
সুয্যি বোধহয় করবে কোতল,
কোথায় গেলো জলের বোতল,
অকালে না মাঝজীবনে নেমে আসে হসন্ত!


পকেট বোঝাই নিচ্ছি রুমাল এবার বুঝি গামছা চাই
বেশি ভাড়ার এ সি বাসে আপিস গিয়ে প্রাণ বাঁচাই
কাজটাজ সব লাটে তুলে
ফ্যানের তলায় জামা খুলে
আকাশে ফিট হোক না এ সি, এমন মনোবাঞ্ছাটাই।


কালবোশেখি কোথায় গেলো, হিঁচড়ে তাকে আন ধরে
ঝাপটা লাগুক বৃষ্টিফোঁটার, গরম রে তুই ক্ষান্ত দে
দুপুরবেলার কলের জলে,
ভাত ফুটিয়ে নেওয়া চলে,
এল নিনো যে এমনি হবে, এ তথ্য কে জানতো রে!


চৈত্র  মাসে এমন হলে, জৈষ্ঠে তবে কি হবে?
সাইবেরিয়ায় যাবো বলে অ্যাপ্লিকেশন দিই তবে
বাড়ছে গরম চড়চড়িয়ে,
ঘাম বয়ে যায় দরদরিয়ে,
এ সি কোনো শপিং মলে চাকরি এবার নিই তবে!


আর্যতীর্থ