। লুডো।


সামলিয়ে! দুই ছক্কা পড়ে গেছে দানে,
এবারের চাল ফেলো ভারী সাবধানে।
দেখে নাও কোথায় কি আছে, কোন খোপে কার পাকা ঘুঁটি,
নিশ্চিত উঠে যাবে বলে কোন রঙ শেষ ঘরে যায় গুটি গুটি,
সবটা জরিপ করো।ভালো করে গুনে দেখো কাকে খাবে পুটে,
দুই তিন চার পাঁচে কে যাবে ফুটে,
সাপটিয়ে খেয়ে নিয়ে  চৌখুপী গারদে দেবে সটান চালান,
আবার বেরোতে হলে ফেলতে হবে ফের ছক্কার দান।
ডাইসটা নাড়োচাড়ো, প্রবল ভাবতে থাকো কোন রঙে লেখা কত লাভ আর ক্ষতি,
কোন কোন ঘুঁটি বাঁশ দিয়েছে সম্প্রতি, সেটাও খেয়ালে রেখো তোমার হিসাবে, 
এবারে তোমার চাল, চান্স পেলে তুমি তার পাকা ঘুঁটি খাবে, 
সেটাই তো  স্বাভাবিক। খেতে  যদি নাও পারো,
ভিনরঙা ঘুঁটিদের আটকাতে ব্যবস্থা করা যাবে আরো, নিজের রঙের সাথে ঘু্ঁটি জোড়া করে,
ডাইসটা নাড়ো জোরে, খটাখট চাল ভাবো মনের ভেতরে।
বাকি সব ঠিক আছে, ঘুঁটিদের নাড়াচাড়া তোমারই তো হাতে,
যদি না কপালফেরে, চাল পচা হয়ে যায় তিন ছক্কাতে।


আর্যতীর্থ