। চৈত্রশেষের অঙ্গীকার।


বন্ধ করো আজকে তোমার হিসেবনিকেশ ভরা খাতা,
নতুন বছর এলো বলে, তৈরী হতে হবে এবার,
সরাও যত বিগতদিন, চৈত্রমাসের ঝরা পাতা,
সময় হলো আগামীকে নতুন সাদা পাতা দেওয়ার।
কি হবে আর বারেবারে ভুলগুলোকে ফিরে দেখে
কিছু নাহয় মিলুক হিসেব তালবেতালের গোঁজামিলে
ঝগড়াঝাঁটি উড়িয়ে দিয়ে নিয়মছেঁড়া কালবোশেখে,
এবার কিছু ফোঁকড় বানাই সন্দেহদের বিষপাঁচিলে।
দিনগুলি সব খরচা হলো পরস্পরের ছিদ্র খুঁজে,
দোষ কিছুটা  আমাদেরই কিছুটা স্রেফ কপালফেরে
এবার থেকে ঘন্টামিনিট করবো খরচ বুঝে বুঝে
সত্যমিথ্যা করবো বিচার নিজেই একটু নেড়েচেড়ে।
নিজের জীবন বাঁধ দিয়েছি পরের মুখের ঝালে জ্বলে
আল্লাহ রামের যুদ্ধ হবে, আমরা ভয়ে গণ্ডী বানাই,
ত্রিশূল এবং ফেজটুপিকেই মানছি সাবেক ধর্ম বলে
মৌলবাদী সেই সুযোগে যাচ্ছে করে যা ইচ্ছে তাই।
চৈত্রমাসের সেলে এবার  বিকিয়ে দেবো সেই ভীতিকে
নতুন বছর , বলছি তোমায় বোশেখ মাসের দিব্যি দিয়ে
আমরা এবার ঠিক  ফেরাবো বঙ্গজীবন সম্প্রীতিকে
পার্টিশনের ফিরলে স্মৃতি বাঁচবো তবে আর কি নিয়ে ?
বছর , তোমার একটি দিনও লাল হবে না ভাই খুনে
এই রইলো তোমার কাছে চৈত্রশেষের অঙ্গীকার
যতই তাতাক মৌলবাদী বিষছড়ানো জাল  বুনে
ও বিষ আমার করবেটা কি , রবীন্দ্রনাথ সঙ্গী  যার ?


আর্যতীর্থ