। আমি এরকমই।


আমি মানুষকে ভালোবেসে বাঁচি,
তুমি বেঁচে থাকো অবিশ্বাসে
আমি খুঁজে নিই হতাশাতে আশা,
তুমি ঘৃণা করো প্রতি নিঃশ্বাসে।
হয়তো বলবে ভাবী ইতিহাস
আমি পুরো ভুল তুমিই সঠিক
তাই বলে আমি জীবন জ্বালিয়ে
কালো ও পথের হবোনা পথিক।
তোমার বিচারে মিশেছে বিভেদ
ধর্ম বর্ণ জাতি বা  অর্থ
আমি চলে যাই ভাই সোজা পথে
এড়িয়ে ওসব সাপের গর্ত।
কানাডায় যদি খুন হয় শিখ,
তোমার ভেতরে রাগ ফুঁসে ওঠে,
নয়ডায় কালো মানুষ পিটালে
প্রতিবাদ কেন আসে না ও ঠোঁটে?
এখানেও সেই আমরা বা ওরা
ঠেকে ঠেকে তবু এখনো শেখোনি
দেশ ও রঙের বিচার বিভেদে,
মানুষের কথা ভেবেও দেখোনি।
আমার এ মন ব্যথাতুর হয়,
মানুষ কোতল যেখানেই হোক,
তুমি আর আমি নাই চিনি তাকে
কারোর তো ছিলো বড় প্রিয় লোক।
তোমরা ওড়াও ধর্মের ধ্বজা,
আমি দেখে যাই শুধুই রক্ত,
খণ্ডিত হওয়া বহু ঈশ্বর,
দুনিয়াকে করে দ্বিধাবিভক্ত।
শান্তির নামে দেশে দেশে কুয়ো,
খুঁড়ে যায় কিছু কূপমণ্ডুক,
কিভাবে ধর্ম আনবে শান্তি,
ধার্মিক যদি ধরে বন্দুক?
আমি তো তবুও স্বপ্নে বিভোর
বন্দুকহীন মহাপৃথিবীর,
ধর্ম বা দেশ পার করে গিয়ে
যেইখানে শুধু মানুষের ভিড়।
বন্ধু জানিনা এই চিন্তাকে,
ভাবী ইতিহাস ফেলে দেবে কিনা,
তাই বলে স্রেফ ঘেন্না ঘেরাওয়ে
জীবন বাঁধার কারণ দেখিনা।


আর্যতীর্থ