। অভাব।


কিছুটা অভাব থাকা ভালো,
কিছু টানাটানি থাক প্রেমে ও পকেটে
গুজরান ভাবনায় মুখ হোক কালো
কিছু খিদে বেঁচে থাক আধখাওয়া পেটে।
পয়সা বা মুহূর্তরা হলে বেহিসাবি
মূল্যটা কমে যায় স্বাভাবিকভাবে,
হাট করা দরজায় খুঁজবে কে চাবি
ইচ্ছেতে আসাযাওয়া অনায়াসভাবে।
হাতখরচের হাতটাকে যদি বেঁধে দাও
মুহূর্ত মোলাকাতও হয় দুর্লভ
তিলেক হাতের ছোঁয়া, দামী হয় তাও
ক্ষণেকের চুম্বনে মনে উৎসব।
অভাবী সময় বোঝে ছুটিদের খিদে
ফাঁকা মানিব্যাগ জানে বাড়ি কত দূরে
জীবন হিসেবী হয় বাঁচার তাগিদে
খুচরো গুনতে শেখে ভাঁড় ভেঙেচুরে।
অঢেল সময় জুড়ে প্রলাপের চোটে
ত্রস্ত জীবন জ্বলে নানা ভুলচুকে
কষ্টের অবকাশী কথার বুনোটে
আজীবন স্মৃতি জমে মন সিন্দুকে
না পাওয়ার হতাশারা ইচ্ছে বাড়ায়,
পেয়ে যাওয়া কিছু পলে জমাট জীবন
সময় তখন যেন থমকে দাঁড়ায়,
চেটেপুটে সুখ খায় অভাবীর মন।
প্রেম থাক জীবনের প্রতিটা মোচড়ে
হিসেবটা হোক শুধু অন্যরকম
ভাগ্য ঢালুক প্রেম তোমার কোঁচড়ে,
যতটা চাইছো তার থেকে কিছু কম।


আর্যতীর্থ