। আধুনিক।


কথা হোক আধুনিক, ক্ষতি নেই তাতে,
আদ্যিকালের ভাষা বোঝা বড় দায়,
কিন্তু শ্যাওলা যদি থাকে ভাবনাতে,
তবে আর লাভ কি সে আধুনিকতায়!


আধুনিক মানে হোক সহজিয়া রীতি
যে কবিতা পৌঁছাবে গ্রামে ও শহরে,
বাক্যরা যদি ধরে জটিল প্রকৃতি,
পাঠক হেঁচকি তোলে দুলাইন পড়ে।


নিপাঠক কবিতার শব্দেরা মৃত,
অব্যক্ত প্রেমের মতো একা একা পোড়ে,
পাঠকের বোধে কথা না হলে জারিত,
‘ সব ঝুট হ্যায়!’ বলে মাথা কুটে ঘোরে।


যে লোক কবিতা লেখে পাঠককে ভেবে,
কবি নয়, সে কেবল শব্দকুশলী,
চটক মিশেল দিয়ে নিপুণ হিসেবে,
জাবর কাটতে দেয় কথার বিচালি।


আধুনিক কবি তবে হাঁটে কোন পথে?
দুর্বোধ সংকেতে ভাবনা বিছাবে?
নাকি নাড়া বেঁধে নিয়ে চিরকেলে গতে,
পোষ মানা ছন্দতে শব্দ বিলাবে?


অবশ্য এতশত আমি কেন ভাবি!
আমি তো ভাবনাপথে শব্দভিখারি,
মাধুকরী করে ভরি সানকি রেকাবি
আবোলতাবোল লিখি যেমনটা পারি।


আর্যতীর্থ