। আকাশ মাটি।


মাটি আর আকাশ নিয়ে, আমাদের রোজের বিবাদ
তুমি চাও সূর্যমুখী, আমি চাই পূর্ণিমা চাঁদ।
আমি বলি উড়বো হাওয়ায়,মেঘেদের সঙ্গে চলো,
তুমি  চাও শিশির হতে, সবুজের কথা বলো।
আমি চাই শুকতারাকে ,এনে দিতে চন্দ্রহারে
তুমি বলো তোমার মালায় ,ফুলই শুধু থাকতে পারে।
ওই দেখো পাখিরা সব, আকাশে মেলছে ডানা
তুমি বলো মনে রেখো, গাছ ওদের রাতঠিকানা।
রাতে যেই আকাশ দেখাই, জ্বলজ্বল কালপুরুষে
তুমি বলো হাস্নুহানার ,বাতাসে গন্ধ আসে।
আমি বলি জুঁই বা চাঁপা, চলে যায় এক দুপুরে
আজকে যা ফুলদানিতে, পচে কাল আস্তাকুঁড়ে,
আকাশের তারা দেখো, সাজানো অনন্তকাল,
আজকে যে সুর্য ওঠে,  উঠেছিলো সে-ই গতকাল।
তুমি বলো ঠিক ধরেছো, আকাশটা বদলায় না,
রোজের এই রোজনামচায়, তাই তো খাপ খায় না।
তরতাজা টাটকা গোলাপ, সে পাবে একটি দিনই,
ঠুনকো জীবনযাপন, সে জীবন আমরা চিনি।
মাটি তো রোজ বদলায়, ফুলে আর নতুন পাতায়
সময়ের আসা যাওয়ায়, আকাশের কি আসে যায়?
আমি বলি মানতে পারি, জীবনের নশ্বরতা,
তাই বলে ভুলবো কেন, শাশ্বত প্রেমের কথা?
প্রেম তো আকাশমাফিক, ধ্রুব হয়ে জীবন ঢাকে
আজ তাই রাই সাড়া দাও, আকাশের তারার ডাকে।
তুমি হলে হেসে কুটি, ' বোঝো নি প্রেমের ঢংও
মাটির এই ফুলের মতো, বদলায় প্রেমের রংও।
রোজ যদি এক হতো প্রেম, এত কি পাত্তা পেতো
জুঁইয়ের ওই মালার মতোই, রোজ রোজ নতুন সে তো।'
এমনই চলছে বিবাদ, রোজ রোজ খুব জমাটি,
আমাদের কাণ্ড দেখে, হেসে খুন আকাশ মাটি।


আর্যতীর্থ