।আলোআঁধারি।


আঁধার মানেই আলোর অভাব না।
তুমুল রোদেও বন্ধ যদি দুই চোখে ঢাকনা,
অন্ধ সেজন হাতড়ে ভাবে বেজায় অন্ধকার,
আলো বোঝার জন্য এবার চোখ খোলা দরকার।


কিছু লোকের হয়তো তাতে যায় আসেনা কিছু।
আলোর খোঁজে ঘুরছে তারা অন্ধকারের পিছু।
অনেক লোকে বুঝেশুনেই ঠুলি পরে চোখে,
অন্ধ সেজে এক দুটাকা ভিক্ষা পাওয়ার ঝোঁকে।


যদি বলি আঁধারই নেই, সে হবে ভুল তথ্য,
চাইছে কালো সব আলোদের মালিকানা সত্ত্ব।
আলেয়ারাও দিচ্ছে শ্লোগান দপদপিয়ে জ্বলে
করছে দাবী, মানতে হবে তাদের আলো বলে।


কিছু আলো পোষ্য ভারী, বশ্যতা নেয় মেনে
আঁধাররাজার স্তুতি গেয়ে ক্ষণিক স্বস্তি কেনে।
নিশীথরঙা চরেরা সব আলোর খোঁজে ঘোরে,
কজনে আর মশাল জ্বালে সাহসে ভর করে?


মশাল জ্বলুক নাই বা জ্বলুক সূর্য ঠিকই ওঠে
ভোরের সাথে ইতি পড়ে আঁধারী দাপটে।
যতই চোখে অন্ধকারের পট্টি বেঁধে দিক
অদ্যাবধি আঁধাররাজা শেষে জেতে নি।


আঁধার মানে জেনে রেখো আলোর অভাব নয়
আসল আঁধার মানে মনে ভোর না হবার ভয়।


আর্যতীর্থ