। আমার নামে নয়।


তোমার পাপকে ঢাকছো তুমি ধর্ম দোহাই দিয়ে,
আমার নামেও কলঙ্ক তার যায় আজ জড়িয়ে।
এক ঈশ্বর তোমার আমার, শুধুই সেটুক দোষে
আমজনতা আমার নামেও এক ধারণা পোষে।
মানুষকে কেটে বলেছো ওসব ধর্মে আছে লেখা,
ধর্মতে নয়, হত্যার দায় তোমার ওপর একা।
খুনীর আবার থাকে নাকি কোনো ধর্মের পরিচয়?
তোমার নামেই ঘেন্না আসুক, আমার নামে নয়।


তোমার ধারণা ধর্ম মানেই আমিষ বা নিরামিষ
ঘরে ঘরে তাই ছড়িয়ে দিচ্ছো মাংসভেদের বিষ
হয়তো আমার খাবার অভ্যেস তোমারই  মতো
বিশেষ আমিষ পাতে যে পড়েনা, সেটা ধর্মতঃ,
তাই বলে কি আগুন দেবো পড়শি চাচার ঘরে?
খাবার দিয়ে ধর্ম মাপার বিচার ভয়ঙ্কর এ।
গোমাতার নামে মানুষের খুনে কতটা পূণ্য হয়?
তোমার নামেই হত্যা লিখো, আমার নামে নয়।


ধার্মিক সেজে রক্ত ঝরাও জল্লাদী সংঘাতে,
এত মানুষের নিধনের পাপ কদর্য ওই হাতে।
একই ঈশ্বর বলেই আমায় কেন নিতে হবে দায়?
আমার গ্রন্থে স্বর্গ মেলেনা মানুষের হত্যায়।
পঙ্কিল মনে বিকৃত করো তাবত ধর্মবোধ,
যেখানেই থাকি ,জেনে রাখো আমি গড়বোই প্রতিরোধ।
রক্তের দাগ ধর্মে লাগিয়ে বাতাসে ছড়ালে ভয়,
সে পাপ লাগবে তোমার নামেই, আমার নামে নয়।


আর্যতীর্থ