। আমি ও সে।
( চেষ্টা করলাম সবকটা মিল সে শে ষে দিয়ে শেষ করতে,
আর প্রতি স্তবকে ছন্দটা একটু বদলাতে। কেমন দাঁড়ালো কে জানে! নাকি সে জানে? )


সেলফি তোলার এ উৎসবে নিজের ঢাকই পেটাই কষে,
লাইক কমেন্ট গিনতি করি মোবাইল স্ক্রিনে আঙুল ঘষে,
ভঙ্গিমাদের বিভঙ্গতে মুখটা চিনে গেছে সবাই,
মানুষটাকে কেউ চেনেনি, নেহাত আমার নিজের দোষে।


ক্যামেরার দিকে দন্ত কেলিয়ে ছবি দেওয়ার অভ্যেসে,
দুনিয়া ভেবেছে আমার জীবন দিব্যি চলে খেলে হেসে
ফেসবুকে লেখা স্ট্যাটাস গারদে সত্যি আটকে আছে,
মনের কথারা একা থেকে যায় শ্রান্ত দিনের শেষে।


তোমরা বলবে শুধু সুখ বলা এত দরকারী কি সে?
জীবন তৈরী সুখ আর দুঃখ একসাথে মিলেমিশে
কিছুটা দুঃখ শেয়ার করলে জাত চলে যাবে নাকি,
কে বলেছে বাপু জ্বলতে তোমায় একলা বিষাদবিষে?


আসলে কি জানো , দুঃখ বলতে বাধোবাধো ভাব আসে,
লাইক কমেন্ট বেশী পাওয়া যায় উচ্ছাসে উল্লাসে
সুখদেরই শুধু সেলফিতে পাবে, দুঃখরা ভারী একা,
ইনিয়ে কাঁদলে দেখবে তোমার কেউ নেই আশেপাশে।


ফেসবুকে তাই অন্য আমিকে রেখেছি যত্নে পুষে,
আমিই আমাকে গোপন করেছি, কি লাভ তোমায় দুষে?
নির্ঘুম রাতে একলা বালিশে হেরে যাওয়া আমি কাঁদে,
তাকে ঢেকে দিয়ে নতুন সেলফি পোস্ট করি প্রত্যুষে।


আর্যতীর্থ