। আঁধার।


ও বুলেট বল তোর সাকিন কোথায়!
ছাত্রের বুক ফুঁড়ে বেওয়ারিস হলি,
স্বাভাবিক লজ্জায় নলেরা লুকায় ,
বড় অকারণ এই কৈশোরবলি।


দাড়িভিট ইঁট জানে এসেছিলো কারা
স্কুলড্রেসে বিক্ষোভে কারা করে গুলি,
উত্তর বুকে নিয়ে চলে গেলো যারা
বাঁচাবেনা তাদেরকে রাজনীতি বুলি।


বাংলা বা উর্দু যেই ভাষা হোক,
স্কুল তো ডাকবে তাকে যাকে প্রয়োজন,
আজ তবে কার ভুলে গ্রাম জুড়ে শোক
এত ভারী তবে কেন লাশের ওজন।


ওরা রাজনীতি নয় , ওরা আগামী,
ওদের অতীত করে কার হলো লাভ,
দোষারোপে তবু চলে একই পাগলামি,
তুই দায়ী তুই দায়ী বাতুল প্রলাপ।


ও বুলেট বল তোর মালিকানা কার,
এ সত্য অজানা হলে বড় পাপ হবে,
অবয়ব ধরে আজ এ কোন আঁধার
কত কৈশোর খেয়ে তবে সে জিরোবে।


ও আলো , আমার দেশে ভোর হবে কবে...


আর্যতীর্থ