।অণ্বেষণ।


সেদিক থেকে দেখতে গেলে আমরা সবাই লিভিংস্টোন,
খুঁজছি এবং খুঁজেই যাচ্ছি না দেখা দেশ আজীবন।
খুঁজছে শিশু, খুঁজছে কিশোর, খুঁজছে যুবা, বৃদ্ধরাও
ঠগ জোচ্চোর রাজা উজির সন্ন্যাসী আর বিজ্ঞরাও।


খুঁজছে শিশু রিপোর্ট কার্ডে , খোঁজায় তাকে খেলার মাঠ,
একলা দুপুর , রংপেনসিল, কল্পনাদের রাজ্যপাট।
বাবা মায়ের স্বপ্নে খোঁজে সব কচিমন যার হদিশ,
সময় বলে হ’না বড়, তারপরে তার খবর নিস।


কৈশোর তার প্রথম প্রেমের সাফল্যে বা ব্যর্থতায়
এই পেয়েছি পথের সাকিন, ভেবে আরও খুঁজতে চায়।
বড় হওয়ার অনেক হ্যাপা, ক্রমে ক্রমে চাপ বাড়ে,
বোকার মতো কেউ খুঁজে যায় বারো ক্লাসের নাম্বারে।


যুবাকালে সংসারী কেউ, বেখাপ্পা কেউ বাউন্ডুলে
ঢেউয়ের ওপর কেউ বেঁচে যায়, কারো যাপন সুখের কুলে।
নিজস্ব সব আকাশ পেয়ে যে যার মতো উড়তে থাকে
ভিন্ন ভিন্ন পথের পথিক আসলে তো খুঁজছে তাকে।


বৃদ্ধ হলে দেখেন সবাই পূবের দিকে পেছন ফিরে
সূর্য ক্রমে পাটে বসে জাহাজ এবার ভিড়বে তীরে।
সায়াহ্নতে এসেও তখন মন পড়ে যায় দোলাচলে
এতদিনের অণ্বেষণে পাওয়া গেলো কি তাহলে?


সারাজীবন ধরেই বোধহয় মানুষ থাকে পর্যটক,
জীবনকে যায় খুঁজে সবাই, চিরকালীন এই নাটক।


আর্যতীর্থ