।আর্যা।


যোগের বেলায় আঁটিশুটি বিয়োগরা সব পরের,
জীবন মানে জটিল কিছু  আর্যা শুভঙ্করের।
ধ্রুবক মানে  পৈতৃক ধন ভাগের মানে  মা,
আয়রে গণিত, জীবনখাতায় হিসেব করে যা।


সিঁড়িভাঙা ধাপে ধাপে  কষতে ভারী কষ্ট সে,
শূন্য নাকি ষোলোআনা, শেষে গিয়ে স্পষ্ট সে।
দুঃখ দুইয়ের নামতা যেন চোখপলকে দ্বিগুণ হয়,
বিষাদ নামক শূন্য গুণে সব বয়েসেই বিপর্যয়।


সম্পর্কের ভাঙাগড়া না বোঝা সব ক্যালকুলাস,
আসল দিয়ে চুলোর দোরে, ফেক চ্যাটে কার মন ভুলাস।
সীমা খোঁজার পরিমিতি আয়ত্ব কি হয় সবার?
সম্পাদ্য গলতি হলেই মাপজোকে হয় ধুন্দুমার।


কয়কোণা হয় এখন যে প্রেম জবাববিহীন প্রশ্নে,
ত্রিকোণমিতি ব্যর্থ হলে মনঃক্ষুণ্ণ হোস নে।
সমীকরণ চলতে থাকে এক্স ওয়াই আর জেডে
অংক কোথাও মেলে কি আর? হিসেব গেছে ঘেঁটে..


কোয়ার্ডিনেট কোথায় যে কার ভীষণ কঠিন জানা
ত্রিমাত্রিকে সামনে বসেও ফেসবুকে ঠিকানা।
একশো গ্রুপে একসাথে কেউ অনলাইনে জ্বলে,
স্পেস আর টাইম ইচ্ছেমতন এঁকেবেঁকে চলে।


মিলবে কিনা হিসেব শেষে ভাগ্য সেটা যার যার
জীবন মানে অংক জটিল শুভঙ্করের আর্যার।


আর্যতীর্থ