। অসময়।


লুকায় না আর লুকায় না, অন্ধকারে লুকায় না
পুলিশ দেখে  দুষ্কৃতিরা মাথা তাদের ঝুঁকায় না।
পতাকাদের স্নেহের ছোঁয়ায়,
ভয়ডর সব মিলায় ধোঁয়ায়,
ভিড় দেখলেও পাষন্ড তার অস্ত্র খাপে ঢুকায় না,
চুকায়না আর, পাপেরা আর কর্জ বিশেষ চুকায় না।


বশংবদ অস্ত্রধারীর সংখ্যা বেশি যার তাঁবে,
ভোটের রেসে তার ঘোড়াটি ততই জোরে দৌড়াবে।
অযুত নোটের মন্ত্রতে,
গুন্ডা জমে অন্ত্রতে,
যে দলই হোক , মলের গন্ধ লাগেই লাগে কিংখাবে,
কাজেই প্রতীক কবচ করে গু নিজেকে কিং ভাবে।


বলেন নেতা শোন রে পুলিশ, আমার লোক ও, ভুলিস না
মারুক কাটুক , একশো খুনেও ডেরার থেকে তুলিসনা।
পুলিশও যে চাকরি করেন
এসব শুনে আর কি ধরেন
নিজের পায়ে মারবে কুড়ুল, অমনটি কেউ ফুলিশ না
জ্বললে জ্বলুক হিংসা আগুন, নেভাতে কেউ ফুঁ দিস না।


শুকায় না আর শুকায় না, চোখের পানি শুকায় না,
আমজনতার দুর্দশাতে রাজনীতি দিল দুখায় না।
বাড়তে থাকে সংখ্যা লাশের
হিসেব চলে রাম না ঘাসের
মৃত্যু হেসে ঠোঁট চাটে রোজ, একদিনও সে ভুখায় না,
অস্ত্র আসে কোথা থেকে সেই কথা কেউ শুধায় না।


মজার ব্যাপার, তাও মিডিয়া নেত্রী নেতা’র কু গায় না


আর্যতীর্থ