। আসি তবে।


রোককে! এখানটাতেই আমার ছুটি, নামতে হবে।
আপাতত এই স্টপেজে থামতে হবে।
তোমরা যারা সামনে যাবে , তাদের বলি, টা টা!
আমায় এবার নামতে হবে, একলা এবার কিছুটা পথ নিজের সঙ্গে হাঁটা।
আড্ডাটা বেশ ভালোই জমেছিলো।
আগন্তুক এই আমরা কজন, রক্তছোঁয়ায় নই তো স্বজন,
তবু যাত্রাপথের দীর্ঘতাতে মনের সাথে মনের ফারাক ভালোই কমেছিলো।
উঠেছিলাম যখন, তখন শঙ্কা ছিলো মনে।
উঠছি বটে, যাত্রীরা সব কেমন তা কে জানে!
এত যে বাস যাচ্ছে আসছে রকমারি সব রুটে,
চরৈবেতির মন্ত্রণাতে খেয়ালবশে হাতল ধরে এ বাসটাতেই বাছাই করে হঠাৎ গেছি উঠে।
হতেই পারতো, তোমরা যারা বসেছিলে যাত্রী হয়ে আগে,
আলাপ টালাপ না জমিয়ে কোণে ঠেলে ভাবতে পারতে 'দ্যাখ কেমন লাগে!'
কিন্তু অবাক ,ওঠার সাথে সাথে,
কিছু সময় ব্যয় যদিও আলাপ হওয়ার খাতে,
তবুও তা কতটুকু,এক দু স্টপেজ যেতে যেটুক সময় খরচ হয়,
তার মধ্যেই জেনে গেলাম সবার পরিচয়।
তার পরে তো যাত্রাপথে সবাই মিলেমিশে,
ভেসে গেলাম আনন্দে আর পুড়ে গেলাম বিষে।
মাঝে মধ্যে স্টপেজ এলে নেমে গেলো বন্ধু কিছু, উঠলো কিছু আবার,
এটাই নিয়ম , কারোর আসার সময়ে হয় কারো সময় যাবার।
এবার আমার যাবার সময়, কন্ডাক্টার, রোককে!
এবার একটু দেবো বিরাম আমার এ বকবককে।
নতুন পথে যাওয়ার হলে একলা যাওয়াই ভালো,
কেউ জানেনা পথের কাঁটা কতটা ধারালো।
আসি তবে, ভাগ্য হলে আবার হবে দেখা,
আপাতত হাঁটতে যাবো নিজের সঙ্গে , একা।


আর্যতীর্থ