। অশিষ্ট হও।


তোমরা, যারা বুকের কাছে জ্বালিয়ে আছো আলো,
তোমরা , যারা প্রবোধ শোনাও স্বপ্ন দেখা ভালো,
তোমরা , যারা শব্দে লেখো উত্তরণের কথা,
তোমরা, যাদের জীবন জুড়ে শান্তি আকুলতা,
তোমরা , যাদের ভরসা আছে মানুষ ঘুরবেই,
এই কালরাত শেষ হতে আর খুব বেশি দূর নেই,
তোমরা এত হঠাৎ করে ঝিমিয়ে গেলে কেন,
ক্রোধের লাভায় ফেটে পড়ুক দুরন্ত ভলকানো...


শান্তি থেকে বিভাজিত হোক না এবার 'শান্ত'
ভালো মানেই নীরবতা ধারণা হোক ভ্রান্ত।
আঁধার চলে বুক চিতিয়ে, চিরকালীন প্রথা
সুশীল সাজায় সময় খরচ করে না অযথা,
আটকে আছো এখন যেসব প্রদীপভাবনাতে
শিষ্টাচারের সীমানা হয় অলঙ্ঘনীয় তাতে
প্রদীপে তো পথ চলা যায়, ওইটুকুতেই শেষ
আমরা তো চাই আলোর ছটায় চক্ষু ধাঁধাক দেশ
তেমন আলো আনতে হলে মিনমিনানো ভোলো
স্বপ্নপথিক, আলো চেয়ে  সপ্তমে সুর তোলো
তোমরা যারা স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে ডাকো,
তোমরা যারা জ্বালামুখী ভদ্রতাতে ঢাকো
তোমরা যারা লড়বে ভাবো তাবত নিয়ম মেনে
তোমাদের ওই দুর্বলতা অন্ধকারও চেনে।
অন্ধকারের বুক ফুঁড়তে সূর্য হতে লাগে,
অশান্ত হও, শিষ্টাচারের মুখোশ ছেড়ো আগে।


আর্যতীর্থ