।অস্বাভাবিক।

একলা একটা মোবাইল জাপটে , নিজেকে নিয়েই বাঁচতে বাঁচতে ,
কখন একটা দ্বীপ হয়ে গেছি জানিনা নিজেই,
ভারচুয়ালের অমোঘ ফাটকে অগুন্তি শুঁড় দিয়েছে আটকে,
ডাঙা ছেড়ে এত দূরে চলে গেছি ফেরার উপায় নেই।
চিঠিচাপাটি তো কবেই ভুলেছি, অনলাইনের ফায়দা তুলেছি
স্ট্যাটাস মেসেজ এখন হয়েছে রোজের দুনিয়াদারি,
যতদিন যায় ভেসে যাই আরো, ঝাপসা দেখায় চিরচেনা পাড়ও
আমার শত্রু হয়েছে এখন আমারই কলমকারি।
আঙুলেরা যত হয়েছে বাচাল, মুখের কথার ততই আকাল,
আবেগ হয়েছে বিনাপ্রতিবাদে ইমোটিকনের বন্দী
যত ভাবি কেটে বেরোবো এ ফাঁদ ,ফিরে পেতে চাই অতীতের স্বাদ,
ঊর্ণনাভ’র জালে বেঁধে রাখে সময়ের অভিসন্ধি।
এটাই এখন রপ্ত রুটিনে, নিচু ঘাড়ে চোখ মুঠোফোন স্ক্রিনে,
ঊনকোটি কথা বলে চলে যাই ধর্ম জিরাফে
সময় হারানো চোখে রেখে চোখ, মন বলে ফের সেই কথা হোক
আবার তুমুল তুফান  উঠুক চায়ের কাপে।
দ্বীপের মতন আমি বেঁচে আছি দোহাই বন্ধু এসো কাছাকাছি
লাইটহাউসের আলোর মতন আমাকে দেখাও দিক
ভারচুয়ালের বাঁধন কঠিন তবু ছুঁড়ে ফেলে মুঠোফোন স্ক্রিন
অতীতের মতো কথায় হাসিতে হতে চাই স্বাভাবিক।

আর্যতীর্থ