।বদল করো।


এইভাবে নয়, এইভাবে নয়, খবরকে দাও অন্য সুর,
বলছো কেন কেঁদেকেটে ধ্বস্ত করে কোন অসুর।
খবর থেকে ছলকে পড়ে হতাশা আর আর্তনাদ,
প্রতি গলির প্রতি মোড়েই যেন নারীর মৃত্যুফাঁদ
বিষাদসুরের শোকমোড়কে মন গলে যায় দর্শকের
অমন  করেই সবার মনে ভয় ঢুকে যায় ধর্ষকের
সব নারীরই দুচোখ যদি সব পুরুষে সন্দিহান,
তার মানে তো সফল হলো অমানুষের ফন্দীখান।
এসব খবর এমন করে বললে মনে ভয় ঢোকে,
চেনাজানার মধ্যে উঁকি মারতে থাকে ধর্ষকে।


অত্যাচারের খবর মানেই চোখের জলের মশলাদার,
ভেবে দেখো, দেশের ওপর থাকবে তবে ভরসা কার।
বরং দেখাও কোথাও প্যাঁদান খেলো ছেলে টোন কেটে
মেয়েরা কেমন সশস্ত্র আজ তৈরী থাকে মারপিটে।
দেখাও কেমন ব্যাগের ভেতর রাখছে ছুরি সর্বদা,
পুরুষ নারীর রক্ষা করে ধারণা হোক খর্ব তা।
আরও দেখাও কোথায় পুলিশ তুমুল করে তদন্ত,
ধড়পাকড়ে বিগড়ে দিলো মলেস্টারের বদন তো।
প্রতিরোধের দেখাও খবর, প্রতিবাদের ফুটেজ দাও,
নারী রুখে দাঁড়ায় যদি, ব্রেকিং করো সে তেজটাও।
তোমরা মানে মিডিয়ারা, গণতন্ত্রের স্তম্ভ তো,
খবর থেকে ভরসা দেওয়া গন্ধ আসুক অন্তত।
আমজনতার ভয় বেড়ে যায় এমন কেন খবর হয়,
খবর দেখে দর্শক না, ধর্ষকদের জাগুক ভয়।


আর্যতীর্থ