। বাংলা।


পূর্বের দেখা নেই তবু আছে পশ্চিম,
আজব এ বেনিয়মে দিন এলো অন্তিম
ভোরবেলা খুলে দেখো পুবদিকে জানলা,
রাজ্য উঠছে জেগে, যার নাম বাংলা।


পশ্চিম নামে ছিলো দেশভাগ চিহ্ন,
সেই সব স্মৃতি মুছে প্রজন্ম ভিন্ন।
বেঙ্গল নামটিও পরাধীন পতাকার,
ম্লান হওয়া অতীতেই ফুরিয়েছে কথা তার।


কি এলো গেলো এতে , বলবেন তাত্ত্বিক,
দোষগুলো যাবে না তো নাম দিয়ে বাদ ঠিক
কাজ নেই রাজ্যে, শুধু প্রপাগান্ডা,
নতুন তেলেতে ভাজা পুরোনো ভেরেন্ডা।


কিসসু হবেনা বলে সিঁটকাও নাক কে?
শেষ থেকে শুরু হয়, ইতিহাস সাক্ষ্যে।
মানছি রাজ্যে বাজে হতাশার বাদ্যি,
আজকে খুশির দিনে সে হিসেব বাদ দি।


ভাষা ছাড়া ‘বাংলা’র মানে আছে অন্য,
লোকমুখে রাষ্ট্র তা মাতালের জন্য।
সহজ যে কোনো কাজ বলি এটা বাংলা,
এইবারে ওরে জিভ, বাক্যকে সামলা।


চলো আজ বাংলায় বুক ভরে নিই শ্বাস,
নাম থেকে শুরু হয়ে পাল্টাক বিশ্বাস।
আমরা চাইলে পরে রাজ্যটা ঘুরবেই
বাংলার মাটি থেকে স্বপ্নরা উড়বেই।


চলো ফের খুলে দিই আশাদের জানলা,
নতুন রাজ্য গড়ি, নাম যার বাংলা।


আর্যতীর্থ