। বেহায়া।


আঁচলে দাও না গেরো আমাকে ভুলছো এত
বেহায়া এই দুনিয়ায় আছে কেউ আমার মতো?
বলছি বুক বাজিয়ে, পড়েছি তোমার প্রেমে
ভাবছি তুলবো স্লোগান, এ ব্যাপারে পথে নেমে।


তুমি তো তোলোনা চোখ ,হেঁটে যাও নিজের মনে
দেখোনি সিঁদুরে মেঘ ,জমা হয় ঈশান কোণে।
সে মেঘে বৃষ্টি কোথায়, খুঁজলে আগুন পাবে
যেখানেই যাও না তুমি, এ আগুন সঙ্গে যাবে।


ও আগুনে বুক জ্বলেছে,সে সুখে ছাই হয়ে যাই
তুমি নেই হাতের কাছে, কি দিয়ে আগুন নেভাই।
সুতরাং আর কি করা, লজ্জার মুখে আগুন
আমি যে তোমাকে চাই, সে কথা সবাই জানুন।


ভালবাসা রাখবে গোপন, বলে যান জ্ঞানীগুণী
আমি যে নিলাজ সখী, হক কথা ক্যামনে শুনি?
আমি তো তোর দরজায়, দিয়েছি প্ল্যাকার্ড লিখে
আমার এই প্রেমের নামে,ঢ্যাড়া দিই চতুর্দিকে।


ও আমার লাজুকলতা, চোখ তুলে দেখেই ফেলো
নিয়মের শিকল ভেঙে, একবার পেখম মেলো।
তোমার এই লজ্জা দেখে, তাই তো বেহায়া হলাম
তড়পাই যতই মুখে,আসলে যে কেনা গোলাম।


আর্যতীর্থ