। ভাবীকাল ।


তিল তিল করে তোমায় গড়ে তুলেছে ওরা।
প্রসাধন ও পলিটিক্স, বলিউড বা দেশের বৈদেশিক নীতি,
সব বিষয়ে তোমার মতামত ওদের নখদর্পণে।
প্রিয় খাবার ও প্রিয়তর সঙ্গীর সাথে কোন রেস্তোঁরায় কয় পেগ খেয়ে কবে আউট হয়েছো,
তালিকা দেখে কয়েক ন্যানোসেকেন্ডে ওরা  বলে দেবে ,
তোমার প্রতিবন্ধী মগজ যাকে ভুলে গেছে কবে।
তুমি কটায় ঘুম থেকে ওঠো, সারাদিন কি খাও, কোথায় যাও, কি কাজ করো,
নাম ভাঁড়িয়ে কার সাথে শরীরের কথা বলো, সব, সবকিছু ওরা জানে।
তোমার মায়ের অসুখ, প্রথম চুমুর তারিখ, এক্স প্রেমীদের নাম ও ধাম,
তোমার ব্যাংক, তোমার অফিস, তোমার আই পি এল আর আই পিল,
কয়েক এম বি মোটে জায়গাতে রাখা আছে শূন্য বা একে,
বস্তুত, তোমার চেয়ে ওরা বেশি চেনে তোমাকে।


এইবারে, ধীরে ধীরে ( কিংবা পরিস্থিতি অনুযায়ী অতিদ্রুত বেগে)
তোমাকে তৈরী করবে ওরা ডিজিটালে।
তোমার পছন্দ অপছন্দ , রাগ দুঃখ অভিমান ক্ষোভ প্রেম অপ্রেম আশ্লেষ ও পরকিয়া নিয়ে,
অবিকল একটা তুমি,
যে জানে তুমি মায়ের হাতের ডাঁটাচচ্চড়ি মিস করো, শাহরুখের সিনেমা তোমার মোটেই পছন্দ নয়
কিংবা গেরুয়া বনাম নীল সাদায় তুমি কোনদিকে ঝুঁকে।
তুমি ফ্যাল ফ্যাল করে দেখে যাবে,
তোমার বন্ধুতালিকার বুড়ো আঙুলের তাবত তাঁলিয়া ,
মেসেঞ্জারের সব গোপনচারী আলোআঁধারী প্রেম,
আর বিভিন্ন বিনিয়োগে ব্যাঙের আধুলিটিকে টাকা করবার সমস্ত পরিকল্পনা
সেই ডিজিটাল তুমি’র দখলে।
পাসওয়ার্ড তোমার অচেনা।
প্রবল প্রচেষ্টা শেষে হাল ছেড়ে দিয়ে, ত্রিমাত্রিক তুমি কিছু ধুলোপড়া কবিতার বই হাতে নির্বাসনে যাবে,
কেউ টেরও পাবেনা।


আর্যতীর্থ