। ভগ্নপ্রেমের গল্প।


একলা আকাশ সাক্ষী ছিলো বৃষ্টিভেজা বিষাদলেখার,
জলের ফোঁটায় মেঘ মিশিয়ে ভগ্নপ্রেমিক লিখছে যেটা
মনের পাতায়।
লিখছে হিসেব মুহূর্তদের, কোথায় কোথায় খামতি ছিলো সমর্পণে,
কোথায় কিছু ন্যায্য দাবী মুখচোরামির শিকার হলো,
বিশদ ভাবে লিখছে যুবক তছনছানো মনের ভেতর।
ওপর থেকে মেঘলা আকাশ, বৃষ্টি দিয়ে করছে জরিপ পরিস্থিতি।
চোখের জলের গন্ধ পেয়ে, কৌতুহলী বৃষ্টিফোঁটা ভাবতে বসে,
একই রকম স্বচ্ছ হয়েও যোজন ফারাক কেমন করে দুইয়ের মাঝে,
কেমন করে দুটো বুকে আলাদা হয় গল্পচারা।
যুবক দেখে আকাশপানে, অন্তহীন এক অভিমানে,
আঙুল তুলে শাসায় কাকে, সেই তা জানে।
আকাশ জানে আকাশকে নয় ,অন্য কোনো অশরীরী নিয়ন্তাকে গাল পারে সে,
ওপর দিকে হাত তোলা স্রেফ নিয়মমাফিক।
অনন্ত এই বিষাদনদীর গভীরতায় অসংখ্যবার দেখেছে সে জলসমাধি।
প্রবল মায়ায় আকাশ ঢালে শান্তিবারি যুবককাঁধে, যুবক কাঁদে, ডুকরে কাঁদে...


আর্যতীর্থ