। ভালো বাসা ।


প্রজন্ম ভালবাসা খোঁজে, বাপ মা খুঁজছে ভালো বাসা
কার ভালে কোনটা যে ভালো, সেটা এক বড় জিজ্ঞাসা।
ভালো মানে রোজগারে থিতু, ধর্ম ও গোত্র মিলিয়ে,
ওহে মেয়ে, মন বুজে থাকো, বাপ দেবে ঠিকঠাক বিয়ে।


যদি কোনো ছুতোনাতা ধরে, ভালোবাসা মনে পড়ে ঢুকে,
জাত দেখে হাত রেখো হাতে, ধর্মকে ধরে রেখো বুকে।
একুশ শতকে আছি জানি, চলে গেছে দেশ মঙ্গলে
বিয়ে আর শাদী নিয়ে তবু, জাতপাত শেষ কথা বলে।


যদি কেউ প্রথা ভাঙে তবে, বাপমা কে দিও না হে দোষ,
ক্ষমাহীন ধর্মের খাঁড়া, বিধিমতে করে না আপোষ।
প্রেমিকটি খুন হতে পারে, সকলের সামনে জবাই,
‘ইজ্জত’ কথাটার মানে, ভালো বুঝি আমরা সবাই।


আরো সোজা পদ্ধতি আছে, আইনের ভয় কম যাতে,
প্রেমিক তো অন্যের ছেলে, ঘরের মেয়েটি আছে হাতে।
বিষ দাও কিংবা জ্বালাও, পড়শীও টের পাবে না তা
তথ্যকে নিরাপদ রাখে, তড়িঘড়ি কবর বা চিতা।


ভালোবাসা দেয় ভালো বাসা, এ ধারণা সিনেমায় চলে,
আমাদের মন আজও পোড়ে, মান্ধাতা রাহু মঙ্গলে।
জওহর বা সতীদাহ রদে, এইদেশে প্রগতি নামেনি
ভালবাসা ভালোভাবে জানে, হত্যার কাহিনী থামেনি..


আর্যতীর্থ