।ভালোই পারি।


যাই বলো ভাই,
মান নামাতে ভালোই পারি।
উচ্চে দেখি আসনটা যার,
লাগাই আগুন পুচ্ছতে তার,
ক্ষোভ প্রতিবাদ হোক না দেদার
গান থামাতে ভালোই পারি।


পরীক্ষা ভাই কঠিন বড়,
বলছি সেসব সরল করো,
নিম্নমানের মাথায় চড়ে,
একশো ফলুক পাশের হারে,
মাথা যদি নাও বা নড়ে
কান টানাতে ভলোই পারি।


বঙ্গে এখন একলা চলা সঙ্গত না
মানের জন্য এখন কারোর টান অত না,
বাকিরা সব ধুঁকছে ক্রমে
রাজনীতি খেল উঠছে জমে,
অন্যরকম চাইলে ভ্রমে,
চোখ রাঙাতে ভালোই পারি।


আমরা বলবো কে সেরা আর কে সেরা না,
চলবে না হে অন্য কোনো টালবাহানা
শিবের গীতি চলছে দেশে,
উল্টো গাওয়া সব্বোনেশে,
থামিয়ে ওসব ঝেড়েকেশে
ধান ভানাতে ভালোই পারি,


আমরা যেমন, তত নিচে
মান নামাতে ভালোই পারি।


আর্যতীর্থ