।  ভালোমানুষ।


কেমন আছেন? আপনাকে বলছি, যিনি পড়ছেন,
আর যিনি পড়ছেন না, বলছি তাকেও
কোনে বসে যিনি আলগোছে চায়ে চুমুক
মারছেন, বলছি আপনাকেও
কেমন আছেন আপনারা সব আজ?
আমি কে? বোঝো, এক্ষুনি গালি দিচ্ছিলেন, আমি সমাজ।
বলছিলেন না এখন খুব খারাপ হয়ে গেছি?
খারাপ লোকের মদতে পাল্টেছি
ভালো লোকের এখন দারুন বিপদ, দুঃসময়,
অলি গলি রাজপথে সবাই তো একই কথা কয়,
তাই এলাম একটু ; আসলে কি জানেন,
ভালো লোকেরা ঠিক কোনোদিনই আমায় শাসন করেন নি
(ভালো বলেই হয়তো কখনো মরেন নি ক্ষমতার বিষে,
তা নাহলে তাঁরা আর ভালো কিসে?)
শাসক স্বভাবতই উচ্চাকাংখী, ক্ষমতার অলিন্দে ভালোমানুষি চিরকালই মুখোশ
সব দেশে সব কালে শাসনের ওই এক দোষ,
সর্বদা ভয়ে থাকা এই বুঝি রাজদন্ড চলে যাবে
বিরোধীর হাতে
তাই শাসকের আড়ি ভালমানুষির সাথে।
তবে পাল্টালো কে আমায় খারাপের দিকে?
যদি বলি, দায়ী করি ভালমানুষিকে?
শাসক না হলেও প্রতিবাদীদের মধ্যে চিরকালই ছিলেন ভালোমানুষেরা
যাবতীয় বদমায়েশির বিরুদ্ধে সর্বদা ঢাল ছিলেন এঁরা।
পাল্টে গেছেন তাঁরা, এখন ভালোমানুষ মানে প্রতিবাদহীন ভিতু মানুষ,
সততার খোলসে লুকিয়ে থাকা এক কাপুরুষ
প্রকাশ্য খুন বা শ্লীলতাহানি বা দুর্ঘটনায়  
দৃষ্টি বাঁচিয়ে লুকিয়ে চলে যায়,
অন্যায়ের প্রতিবাদ করা যেন অন্য কারো কাজ
পড়ে থাকে শুধু চায়ের কাপে নিরুপদ্রব আলোচনায় দুষিত সমাজ।


আর্যতীর্থ