। ভিজলে তুমি।


তছনছে এক বৃষ্টি যখন উগ্রবাদীর হুমকি দিয়ে
গোটা শহর ঘরের ভেতর সেঁধিয়ে দিলো এক বিকেলে,
এমন সময় বিনাছাতার খামখেয়ালে ,
অঝোরধারায় আকাশতলায় ভিজবে বলে ,
কন্যে তুমি বাইরে এলে।
ব্যর্থ ছাতায় বিপর্যস্ত পথচারী খুঁজছে যখন শুকনো থাকার কায়দাকানুন
আশেপাশের সপসপানো ফ্ল্যাটসিঁড়িতে ,
তখন তুমি খোলা চুলে, মেঘকে ডাকো দু হাত তুলে
বৃষ্টি যেন আজ পড়েছে কেবল তোমায় ভিজিয়ে দিতে।
তোমার এমন পাগলামিতে ছা পোষা লোক ঘাবড়ে গিয়ে
সংসারী চোখ কুঁচকে তাকায়,
অলপ্পেয়ে বর্ষা খালি ব্যাগড়া বাঁধায়, রোজের কাজের প্ল্যানগুলোতে জল ঢেলে দেয়,
বস্তুত খুব বিরক্তি হয়,ব্যস্ত দিনের মধ্যিখানে আচম্বিতে মেঘের ডাকায়।
সেই ধারণার বাইরে গিয়ে গোটা শহর থমকানো এই বৃষ্টিআপদ তোমার কাছে স্বাধীনতার গন্ধ আনে,
দরজা খুলে পা বাড়ালে, কে জানে আজ কি হারালে,
মেঘআড়ালে হয়তো খোঁজো কন্যা তুমি বেঁচে থাকার নতুন কোনো মানে।


আর্যতীর্থ