। ভূতের মুখে।


ভূত যদি রামনাম নেয় কোনোদিনও
পালাবার পথ তবে ভালো করে চিনো।
যদি ভাবো পাল্টেছে সে ভূত আমূল,
নিশ্চিত দিতে হবে ভাবার মাশুল।


রাম আর ভূত যেন আলো ও আঁধার
কখনো হয় না তারা মিশে একাকার
রামনাম করে যদি ভূত অনায়াসে
মনে যেন কু ডেকে সন্দেহ ভাসে।


ভালো করে দেখো ওটা ভূত কি আদৌ
নাকি কেউ ভূত সেজে করে হাঁউমাঁউ।
ভূতের ছদ্মে কিছু  ছিলো মতলব,
রামনাম বলে ফেলে কেঁচে গেলো সব।


যদি তারপরে দেখো সত্যি সে ভূত
তবে দেখো আছে কিনা রামনামে খুঁত।
কত যে ফিকির আঁটে ধূর্ত আওয়াজ,
বিশ্বাসী ফাঁদ পেতে ধোঁকা দেওয়া কাজ।


ভূত আর রামনাম দুটো ঠিক হলে,
তবে বাপু পড়ে গেছো তুমি মহাগোলে
রামনামে ভূত যাওয়া প্রথাটি প্রাচীন,
বোধহয় বেরিয়ে গেছে তার ভ্যাক্সিন।


তাহলে তো মানুষ আর ভূত যাবে মিশে
জীবন অচল হবে ভৌতিক বিষে।
আলোভূক আঁধারের আসবে সময়,
ভূতের সে ভাবীকাল সুবিধের নয়।


তার চেয়ে রামনামে ভূত পাক ভয়..


আর্যতীর্থ