। ভুল বাগান।


ভুল বাগানে ফুল খুঁজেছি ব্যাকুল হয়ে
হুল ফুটেছে অগত্যা তাই সারাদেহে
দু হাত আমার লাল হয়েছে কাঁটার ঘায়ে
তবুও দেখো খুঁজেই চলি ফুলের মোহে।


বাতাস ক্রমে দুপুর পেয়ে তপ্ত হলো,
এমন সময় ফুলরা ঝিমায়, সবাই জানে
মনের মধ্যে কে বলে যায় ফিরে চলো
দেখছি তবু ইতিউতি খোঁজার ভানে।


যদি বলো ভুল বাগানে খুঁজছি কেন?
ঠিক বাগানের ঠিকানা কেউ বলেনি কি?
আসলে আর সেসব সময় হয় কি জানো,
ভুল বোঝবার বিচারটাকেই বন্ধ রাখি।


প্রথম যখন ফুলের খোঁজে বাগান ঢুকি,
নেহাত সেটা কথা শুনে অন্য লোকের
উচিত ছিলো নেওয়ার আগে এমন ঝুঁকি,
বলছে যেটা সত্যি কিনা সেই পরখের।


সেসব ছাড়াই এই বাগানে খুঁজতে এসে
স্বভাবতই মেলেনি ফুল, কেবল কাঁটা,
নিজেকে ঠিক প্রমাণ করার কুঅভ্যেসে
সারাজীবন ধরে কেবল ব্যর্থ হাঁটা।


যদি বলো যাও না কেন ঠিকের দিকে?
টানছো কেন ব্যর্থ জেনেও সফরটাকে?
আজন্মকাল যে কাহিনী গেছি লিখে,
নিজের মুখে ভুল কি করে বলবো তাকে?


আর্যতীর্থ