। বিজ্ঞাপন।

সহাস্য এক লাস্যময়ী বলেন মধুর ভাষ্যতে
এই ক্রিমটি মাখলে মুখে থাকবেনা দাগ আস্যতে।
জাগলো আশা ফেকলু বুকে.
রাত্রে দিনে মাখনু মুখে
পাঁচখানা দাগ এক হপ্তাতে বদলে গেলো পাঁচশোতে
মুখ হয়েছে ক্ষেতের মতন বাকি শুধু ঘাস হতে।

বাচ্চা আমার সাচ্চা নাকি বাড়বে দিনে ইঞ্চি করে
সকাল বিকেল সেই আশাতে স্বাস্থ্যগুঁড়ো গেলাই ধরে
যেই বলি তা ডাক্তারকে
মারতে শুধু বাকি রাখে
বলেন নাকি ডাল ভাত মাছ সেটাই দেবে স্বাস্থ্য গড়ে
আর ওমুখো হচ্ছি না হে, খুব চটেছি ওঁর ওপরে।

মাখলে ডিও ফুসুর ফুসুর চিপকে যাবেন সুন্দরী
বলেন নায়ক, সব বামনের স্বপ্ন থাকে moon ধরি।
যেই বেরোলাম গন্ধ মেখে
মেয়েরা তাকায় আমার দিকে
চাউনি দেখে গুটাই যেন জোঁকের মুখে নুন ধরি,
প্রেমের নৌকা ভাসলো না আর ,ডুবে গেলো বন্দরই।

পেস্ট দিয়ে কি ভাত মেখে খায় নুন যে লাগে দন্ততে?
কাঠকয়লা , ছাইও ঢোকাস ,এবার বাপু ক্ষান্ত দে
বলেন এসে মুনি ঋষি
তাঁদের মাজন শুদ্ধ দেশী
পুরাকালের ফর্মুলা সব জানেন ধ্যানের মন্ত্রতে
ভাবছি বসে ডেন্টিস্টই হাসবে নাকি অন্ততে।

মৃত্যু বেচেন জীবনবীমা, অসুখ বেচেন মেডিক্লেম
বিপদ এলে যায় হে বোঝা কোনটুকুনি তার এলেম
বিজ্ঞাপনে মগজ ঢাকা
মাসের শুরু, পকেট ফাঁকা
বুঝে গেছি, আমি তো নই, আমার টাকায় তাঁদের প্রেম
প্রিয়জনের ক্ষইছে জুতো, তাকিয়ে দেখে ফটোর ফ্রেম।

আর্যতীর্থ