। বাইনারি।


আদম ইভের কোনো অলিখিত পূণ্যে
সন্ততি মেতে আছে একে আর শূন্যে।
কবিতা ছবি বা গান, মন থাক যেটাতে
সব কিছু তোলা যায় বাইনারি ডেটাতে।


এক আর শূন্যেই আধুনিক পৃথিবী,
দরকারে তুলে নে এর থেকে যা নিবি।
প্রিয় হিরো সমাচার, হিরোইন ভঙ্গী
বিশদে ভাঙলে সব বুলিয়ান ঢঙ্গী।


টরে টরে টক্কারা ঠাঁই পেলো অতীতে
লাইভ ভিডিও যায় তড়িতের গতিতে।
ওয়াই ফাই ব্লুটুথে হুসহুস তথ্য,
শূন্য ও এক নিয়ে খেলাধুলা সব তো।


এত যে শক্তি ধরে বাইনারি নাম্বার
চীনের প্রাচীর আছে তারও কিছু থামবার।
মায়ের আদর নয় বাইনারি লিখিত,
( রোবটের স্নেহ নেই, জানে লোক ঠিকই তো।)


প্রেয়সীর ভালোবাসা বিরহ বা অভিমান
সেইখানে ফেল মারে যাবতীয় বুলিয়ান।
কবির মগজে ঢুকে বাইনারি বন্ধ
শূন্য বা একে নেই মনছোঁয়া ছন্দ।


জীবনকে বাইনারি করে ফেলা হুজুগে
অযন্ত্র আবেগরা নিপাত্তা এযুগে।
এক চোখ আনচোখে যে ভরসা খুঁজবে
কোনোদিন তার ভাষা বাইনারি বুঝবে?


আর্যতীর্থ