। বিপ।


বিপ বিপ বিপ..
শব্দগুলো বলতে গেলে বুকের মধ্যে ঢিপ।
লাগাম টানো চিন্তাতে আর সুতরো রাখো জিভ।
অসভ্য নয় অশ্লীল নয় তবুও কি জানি,
শব্দ ওসব বলতে গেলেই তুঘলকি হয়রানি।
পচা শামুক খোলায় বাছা করবে কেন স্লিপ,
মনের ভেতর কষ্ট চেপে বলতে শেখো- বিপ।
হাম্বা বলে শিং নাড়ানো ঘাসখেকো এক প্রাণী,
গোয়ালঘরে নিবাস তাহার, দুধ দেয় তাও জানি
রেগে গেলে দেয় গুঁতিয়ে , বলো তো কোন জীব?
এত্ত বড় জিভ কেটেছি, নামটা হলো..বিপ!
অহিংসতার জন্মভূমি , চরকা কাটেন কে?
সত্যাগ্রহের ইতিহাসে গ্রহণ লেগেছে।
কোন পাপে সে রাজ্যনামে লাগলো এত কালি?
বিপ বলে তা ঢাকতে হবে যেন গালাগালি।
আমার দেশের বুক ফুলে যায় যেই প্রদেশের নামে,
তার নামটি বলতে দিতে সেন্সরবোর্ড ঘামে।
ঘোলা জলে কোন ঘোটালা ফেলছে বসে ছিপ?
জাতির জনক জন্ম নিলেন কোথায় জানো? ..বিপ!
শুনছি নাকি বলা বারণ অন্য অনেক কথা,
বিপ বিপ বিপ.. পড়ছে লাগাম বাক্যস্বাধীনতা।


আর্যতীর্থ