। বিশেষ বিশেষ খবর।


নমস্কার। আজকের বিশেষ বিশেষ খবর শোনাবো।
অবশ্য গত আর আগামীকালের সাথে তফাত ইতর বিশেষ।
ওই চর্বিতচর্বন, শুধু নামগুলো একটু আধটু পালটে যাবো
ন যযৌ, ন তস্থৌ, একজায়গায় দাঁড়িয়ে দৌড়ে চলেছে দেশ।


প্রথমে কাশ্মীর। একজন জইশ জঙ্গী মৃত এনকাউন্টারে ।
একজন জওয়ান শহীদ হলেন।কোল্যাটারাল ড্যামেজ হলেন কিছু  নাগরিক।
নেতাদের চাপান উতোর আটকে রইলো চিরাচরিত ইন্দোপাক কাঁটাতারে।
ঢিল ছোঁড়া কিছু যৌবন হলো উন্মাদনায় ভেসে অস্পষ্ট আগামীর পথের পথিক।


উত্তরভারত।কোনো খাপ পঞ্চায়েত আদেশ দিয়েছে মহিলাদের ফেসবুক নিষিদ্ধ।
বাপের অমতে বিয়ে করে সর্বসমক্ষে খুন প্রাপ্তবয়স্কা। তিনটি দলিত মেয়ের বলাৎকার।
মুখ্যমন্ত্রী সব ঘটনার তীব্র নিন্দে করেছেন এবং দাবী করেছেন তাঁর সরকার অপাপবিদ্ধ।
একটি আট বছরের বালিকা গণধর্ষিতা। ঘটনায় কেউ হয়নি গ্রেফ্তার।


মধ্য ও পশ্চিমভারত। ঐ ঐ। কিসের যেন এপিঠ আর ওপিঠ।
গাভীহত্যার গুজবে তিনজন গণপিটুনিতে মৃত। নিহতরা দলিত কিংবা মুসলিম।
ইসলামী মেয়েকে ভালোবেসে খুন হিন্দু যুবক। মেয়ের বাবা ও মামা কালপ্রিট।
আরো তিনটে জায়গায় দাঙ্গা, নিহত দুপক্ষেই। তদন্তে মিলেছে বৃহৎ ঘোড়ার ডিম।


পূর্বভারত। সীমান্ত দিয়ে আবার ঢুকলো কিছু জালি ভোটার ও জাল নোট।
ছেলেধরা গুজবে পিটিয়ে খুন এবং ভিডিও বিতরনী উৎসব।পুলিশ খুনের পরে ঘটনাস্থলে।
তিনটি কলেজে ধু্ন্ধুমার। প্রিন্সিপালকে হুমকি। ছাত্র বনাম ছাত্র সংঘর্ষে সবকিছু ওলটপালট।
বন্ধ হলো আরো কিছু শিল্প। শ্রমিকের দাবীদাওয়া যথারীতি বিশবাঁও জলে।


দক্ষিণ ভারত। পুকুরচুরি কান্ডে নেতা গ্রেপ্তার। জামিন তড়িৎগতিতে।
কাবেরীর জলে দশআনা ছআনা শরিকী লড়াই অব্যাহত। অনড় দুইপক্ষ।
কোন এম এল এ কার, তাই নিয়ে জোর লড়াই। মিউজিকাল চেয়ার চলছে গদিতে।
রাজনৈতিক খুন হলো গোটা দশবিশ।দুই  সিনেমা তারকা রাজনীতিতে। মুখ্যমন্ত্রীত্ব লক্ষ্য।


বাকি সব এদিক ওদিক। বাড়তি নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম।
পেট্রোল ও রান্নার গ্যাস মহার্ঘ। মন্ত্রী বলেছেন ট্যাক্স দাও হে সুধীজন।
ফালতু খবরের সময় শেষ। সিরিয়াল শুরু হবে টিআরপিওয়ালা, তাই থামলাম।
ও হ্যাঁ , শেষ পাওয়া খবরে রাজামশাই বলেছেন, দেশ তরতর করে এগোচ্ছে ভীষণ।


কালকেও একই খবর দেবো। পরশুও। মহাপুণ্যবান যিনি করেন শ্রবণ।


আর্যতীর্থ