। বিশ্বকাপ।


আবার একবার নীল সাদা সমর্থকেরা ছেয়ে ফেলবে শহর,
গেরুয়া বা লাল নয়, প্রতিদ্বন্দ্বী দলের জামার রঙ গাঢ় হলুদ ,
আরো একবার ঘরে ঘরে ঢুকে যাবে থরহরি ফুটবল জ্বর,
দোকান বাজার মলে বাসে ট্রেনে ঘেমো ভিড়ে আবার উঠবে জ্বলে তর্ক বারুদ।


প্রতিটি ক্লাবের ঘর লুজনিকি স্টেডিয়াম , বৈঠকখানারা স্পারটাক,
টালা থেকে টালিগঞ্জ  পতাকার ছয়লাপে জার্মানি , স্পেন বা ব্রাজিল,
ভুভুজেলা বাঁশি ড্রাম, মুখচোখে রঙ মাখা, পাড়াতুতো যুদ্ধের ডাক,
গোওওওওল বলে চিৎকার, হেরে গেলে হাহাকার, জয়ী হলে পথজুড়ে বিজয়মিছিল।


এপাড়া মেসিতে সাজে , ওপাড়া দেওয়ালে আঁকে সাতফুট সি আর সেভেন,
ফুটপাত জুড়ে আছে স্পেন আর্জেন্টিনা আর জার্মানি ব্রাজিল পতাকা,
মোড়ে মোড়ে তালিকা টানানো, কোন দল কার সাথে কোনদিন টক্কর দেবেন,
গোটা এক মাস জুড়ে রুটিনের প্রতি দিনে ঘড়ির কাঁটাকে মেনে ফুটবল রাখা।


একশো তিরিশ কোটি জনসংখ্যার দেশ ফুটবলে শ’ উনষাট,
পাগলামি নম্বর পেতো যদি ফিফাতে, দেখতাম  কে আগে যায়,
কোনো একদিন হবে সে আশায় দিন গোনে দেশ জুড়ে ফুটবল মাঠ,
নীল সাদা হলুদ বা সাদা রঙ পাগলরা আসলে তো তেরঙাই চায়...


আর্যতীর্থ