| বুদ্ধিমান |


যদি চাও পাগলাঘোড়া বাঁধতে তোমার আস্তাবলে
তবে মুখে লাগাও লাগাম, পোষ্য সাজি আজ তা হলে।
যে বুনো ইচ্ছেগুলো টগবগিয়ে ফুটছে প্রতি রক্তফোঁটায়,
জানি তুমি তৈরী আছো, প্রকাশেই গুঁড়িয়ে দেবে লাঠিসোটায়,
আমি অত বোকা নাকি, তোমাকে বলতে যাবো ওসব কথা,
শিখেছি অভিজ্ঞতায়, ভালো নয় সর্বসময় বাচালতা
তুমি যা বলাতে চাও , অবিকল বলবো  আমি সেসব বুলি ,
আমি কি সত্যি ভাবি , আপাতত মনেই চাপি চিন্তাগুলি
তুমি জল বললে উঁচু , আমিও তুলবো তাকে উর্দ্ধে আরও
তুমি পা বাড়িয়ে দিলে অমনি তেল মাখাবো খাঁটি গাঢ়
তোমার ওই চাবুকতলে, চক্ষু বুজে ভজে যাবো পদযুগল
যুক্তির মুখে আগুন , কানে তুলো গোঁজাই এখন মূল কৌশল
তুমিও টের পাবে না  ,কিভাবে আগুন জমে মনের ভেতর
ফুলকি জমিয়ে রাখি , চিরকালই আগুন বড় যুগনির্ভর
কখনো দেখি  যদি ,হাওয়া বয় হঠাৎ করে  উল্টো দিকে
অমনি খোলস ছেড়ে , দূরে  ছুঁড়ে ফেলবো তখন ভানগুলিকে
তখনই দেখতে পাবে , ভেবেছো নেহাত যাকে পোষ্য বলে ,
কেমন সে লাগাম ছিঁড়ে ,দাপিয়ে বেড়ায় তোমার আস্তাবলে |


আর্যতীর্থ