।ক্যাশলেস।


নীরব বিজয় মেহুল সবাই
যে যার মতো পগারপার,
তোমার আমার জমায় জমে,
চক্রবৃদ্ধি অন্ধকার।


ব্যাঙ্কে রোজই সুদ কমে যায়
এফ ডি রিটার্ন ছুচ্ছে ভুঁই,
বাজার গেলেই লাগছে ছ্যাঁকা
হাতের নাগাল নেই কিছুই।


মিউচুয়ালে রাখতে জমা
বিজ্ঞাপণে খুব বলে,
সাবজেক্ট টু মার্কেট রিস্ক
মানে টাকা ডুবজলে।


শেয়ারবাজার ডগমগে বেশ
সেনসেক্স তো মগডালে
আমরা জাহাজ খবর দেখি
আদা বেচার ফাঁকতালে।


রোজগারে রোজ লাগছে রাহু
তুঙ্গে ওঠে বাজারদর,
ফি বাজেটে লাগছে দেখি
করের ওপর আবার কর।


কাজেই এখন জমায় ঢুঁঢুঁ,
ব্যাঙ্কে টাকা শূন্যতে,
পাচ্ছি খেতে দুইবেলা কোন
বাপ পিতেমো’র পূণ্যতে।


ভর্তুকি তো কবেই গেছে
নেই কো সুযোগ করছাড়ের,
সামলাবো যে কি করে আর
লাগামছাড়া খরচাদের!


দেখতে হবে সুদিন কেমন
আগামীতে আসলে সে,
মানিব্যাগটি পাল্টেছে আজ
সত্যিকারের ক্যাশলেসে।


আর্যতীর্থ