। চলো বন্ধু।


বাতাসে এখন ভয়ের গন্ধ, কোথায় পালাবে তুমি?
যেদিকে তাকাও ছড়িয়ে তপ্ত প্রেমহীন  মরুভূমি।
আবছা হয়েছে এখন শান্তি
ধর্মের নামে শুধু ভোগান্তি
বৃষ্টি নামাতে ভুলে চলে গেছে অনুভবী মৌসুমী।


ধর্মের নামে বিভাজিত দেশ, রক্তের ইতিহাস,
ভুলে গিয়ে আজ বাড়ছে আবার দিশাহীন সন্ত্রাস
বর্ণান্ধতা নেমে আসে চোখে
আনাচেকানাচে সন্দেহ ঢোকে,
ঈশ্বরভেদে প্রতিবেশী বাড়ি যেতেও অবিশ্বাস।


এই অসময়ে হে বন্ধু তুমি এখনও কি চুপ থাকবে?
আর কতকাল শান্তির ভানে মগজ স্তব্ধ রাখবে?
মানবতার এই নিত্য হত্যা
হতেই পারেনা ধর্ম পথ তা,
কবে আর বলো মানুষ দেখলে মানুষ নামেই ডাকবে?


ধর্মের নামে মানুষে মানুষে বাঁধিয়ে দেওয়া এ দ্বন্দ্ব,
ছিনিয়ে নিয়েছে রোজনামচার লয় তাল মিল ছন্দ
চলো নিই আজ মুঠো করে হাত
আঁধারে আসুক নতুন প্রভাত,
আবার ফেরাই মিলেমিশে হেসে বাঁচবার আনন্দ।


আর্যতীর্থ