। চাওয়া।


তোমার কাছে কবিতা না, ঝর্না হবো,
অর্থবিহীন কলকলাবো আপনমনে
পাথরধারে ছলকে তোমার গা ভেজাবো,
জলকে এসো আমার কাছে, খুব গোপনে।


তোমার কাছে কবিতা না, হবো আগুন
রান্নাঘরের সখ্যতাটা উঠুক জমে,
শীতে যদি ধ্বস্ত করে তোমার ফাগুন
বসন্তদিন ফিরবে আবার আমার ওমে।


তোমার কাছে কবিতা না, হলাম পাখি,
জানলা দিয়ে যেই তাকাবে দেখবে আমায়,
শিস দিয়ে যেই বাগান থেকে তোমায় ডাকি
দেখবো কেমন কথাগুলো গান হয়ে যায়।


কবিতা না, হতে পারি টবের গাছও,
জল দেবে রোজ সকাল কিংবা সন্ধেবেলা
পাতার দোলায় জানতে চাইবো  কেমন আছো
দিনযাপনে স্বপ্ন ছোঁওয়ার নিত্যখেলা।


তোমার জন্য এত কিছু হতে চাই
তুমি তবু চাও হই সেই কবিতাই....


আর্যতীর্থ