। চোখ খুলে স্বপ্ন।


হিংস্রতা ছিঁড়ছে শান্তি বর্বর অসহিষ্ণু নখে,
নিরীহরা বেঁচে আছে সেটা যেন বড় অপরাধ
ব্যাপ্ত অন্ধকারে আলো আজ কোথা দিয়ে ঢোকে
ওড়বার ডানা নেই, ওত পাতে স্বাধীনতা ধরবার ফাঁদ।


এ ঘোর আঁধার তবু স্বপ্ন পারেনি কেড়ে নিতে,
জাগরুক কিছু চোখ নিয়ত খুঁজতে থাকে আলো,
তাবত শুভকে তারা বাঁচিয়ে চলেছে নিভৃতে,
সন্ধানী দাঁতনখ হোক না সে যতই ধারালো।


ঘুমন্ত মানুষের স্বপ্নরা ঘোরেফেরে কল্পনালোকে,
সে সব স্বপ্ন বাস্তব বলে বেচে যায় ব্যাপারীরা
ঘুম ভাঙলেও আলো তো আসেনা আপাত অন্ধচোখে
হবে আগামীতে তাই ভেবে হয় অভ্যাসী পাশফেরা।


সত্যি স্বপ্নে চোখ খোলা থাকে, শিরদাঁড়া টানটান,
রুঢ় বাস্তব কাদামাটি হয়ে লেপ্টে থাকবে গা'য়,
যে সব স্বপ্ন এসে গেলে চোখে ঘুম হয় অকুলান
কেবল সে সব মনে বুনে নিলে দিন পাল্টানো যায়।


এ আঁধার যুগে আলোতৃষ্ণাতে বুক ফেটে মরুভূমি,
দুই চোখ খুলে বলো আর কবে স্বপ্ন দেখবে তুমি?


আর্যতীর্থ